রেজি : ডিএ ৫১৭ ॥ ৬৩ বর্ষ : ৫ম সংখ্যা ॥ ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ ॥ ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী ॥ ২৬ এপ্রিল ২০২৪

আধিপত্যের বিরুদ্ধে জনরোষ বাড়ছে

॥ ফারাহ মাসুম ॥
বাংলাদেশের রাজনীতি ও সার্বভৌমত্ব নিয়ন্ত্রণে প্রতিবেশী দেশের হস্তক্ষেপের বিষয়ে জনরোষ ক্রমেই বাড়ছে। বিরোধী রাজনৈতিক দলগুলো এ বিষয়ে রাখঢাক থেকে বেরিয়ে প্রকাশ্যে বক্তব্য দিতে শুরু করেছে। তারা মনে করছে, এ ধরনের অপতৎপরতা মেনে নেয়া হলে রাজনীতির পাশাপাশি বাইরের শক্তি বাংলাদেশের স্বাধীনতাকেও তাদের মতো করে অবয়ব দেয়ার চেষ্টা করবে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
চাঙ্গা হচ্ছে বয়কট : দেশের প্রধান বিরোধীদল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্পষ্ট করেই বলেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের চাবিটা মনে হয় পার্শ্ববর্তী দেশকে দিয়ে রেখেছে সরকার। বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক নিহত হাসান মিয়াসহ প্রতিনিয়ত বাংলাদেশিদের নির্বিচারে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন বিএনপির এ নেতা। গত ২৩ এপ্রিল মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, সরকারপ্রধানের ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়। প্রচলিত ফৌজদারি, দেওয়ানিসহ সকল আইন শেখ হাসিনার সংস্করণ অনুযায়ী প্রয়োগ করতে হয়। ৭ জানুয়ারির ডামি নির্বাচনের পর বাংলাদেশের একচ্ছত্র অধিপতি হয়ে ওঠেন শেখ হাসিনা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানসহ দেশের বিরোধীদলের প্রধান নেতাসহ লাখ লাখ নেতাকর্মীর ওপর নেমে আসা জেল-জুলুম, অত্যাচার আর অবিচারের প্রকটতা দেখে বিশ্ব সম্প্রদায় বিচলিত হলেও তাতে প্রধানমন্ত্রীর কোনো যায়-আসে না। তার সকল অপকর্মের দায় নিয়েছে পার্শ্ববর্তী ....বিস্তারিত

শতকোটি টাকার মাফিয়া বাণিজ্য

কারিগরির সার্টিফিকেটে কারিগরি কারসাজি
॥ সামছুল আরেফীন॥
সনদ জালিয়াতির অভিযোগে স্ত্রী গ্রেফতারের পর কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান এখন গোয়েন্দা হেফাজতে। মূলহোতা বোর্ডের কম্পিউটার সেলের সিস্টেম অ্যানালিস্ট একেএম শামসুজ্জামানকে গ্রেফতারের পর একে একে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। ডিবির জিজ্ঞাসাবাদে এখন পর্যন্ত ৩০ জনের নাম বেরিয়ে এসেছে। এদের মধ্যে এখন পর্যন্ত বোর্ডের সাবেক চেয়ারম্যানের স্ত্রীসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৩ এপ্রিল মঙ্গলবার বোর্ডের সাবেক চেয়ারম্যান আলী আকবর খানকে তলব করা হয় ডিবিতে।
শুধু কারিগরি বোর্ডেই নয়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পর্যবেক্ষণে শিক্ষা খাতে ভয়াবহ দুর্নীতির চিত্র উঠে এসেছে। মন্ত্রণালয় থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যন্ত এ দুর্নীতির বিস্তার। মন্ত্রণালয়ের একশ্রেণির কর্মকর্তা অর্পিত ক্ষমতাবলে নথি নিষ্পত্তি না করে দুর্নীতির পথ সৃষ্টি করেন। প্রকল্পের গাড়ি অবৈধভাবে ব্যবহারের মাধ্যমেও হচ্ছে দুর্নীতি। এছাড়া পূর্ত কাজে দরপত্র থেকে শুরু করে নানা পর্যায়ে আছে অনিয়ম। পাঠ্যবই মুদ্রণের আগেই প্রকাশকদের কাছে ফাঁস করে অবৈধ অর্থ উপার্জনের প্রবণতা আছে। আর শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত অর্থ আদায় এবং প্রশ্নপত্র জালিয়াতি, কোচিং, অবৈধ বই ও গাইড বাণিজ্য তো রয়েছেই। সব মিলিয়ে শিক্ষায় অন্তত ১২টি খাত ও কাজের দিক চরম দুর্নীতিপ্রবণ।
সরাসরি এসব ক্ষেত্রের দুর্নীতির শিকার হচ্ছেন অভিভাবক, শিক্ষক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ....বিস্তারিত

৬ মাস ঘরোয়া কর্মসূচির পর

রাজপথে নামছে বিরোধীদল

॥ সৈয়দ খালিদ হোসেন ॥
দ্রুতই রাজপথে স্বরূপে ফিরছে বিএনপি-জামায়াতসহ আন্দোলনে থাকা বিরোধীদলগুলো। তারা ইতোমধ্যে প্রস্তুতিপর্ব শেষ করেছে। বিশেষ করে বিএনপি ও জামায়াতে ইসলামী প্রকাশ্যে কর্মসূচি পালনের সিদ্ধান্তে এসেছে। নাগরিকদের অধিকার নিশ্চিত ও ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি করতে মাঠে থাকবে দলগুলো। মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে আপসহীন ভূমিকা রাখবে বিরোধীদলগুলো।
দেশের সবচেয়ে বৃহত্তর এবং গুরুত্বপূর্ণ বিরোধী রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামী সম্প্রতি রাজনৈতিক অঙ্গনের জন্য বড় দুটি সিদ্ধান্তের কথা জানিয়েছে। বিএনপি গত ২৮ অক্টোবরের পর রাজপথে দলীয় বৃহত্তর কোনো কর্মসূচি পালন করেনি। সম্প্রতি দলটি ঘোষণা দেয় ২৬ এপ্রিল শুক্রবার ঢাকায় বড় ধরনের সমাবেশ করতে চায় তারা। সবকিছু ঠিকঠাক হয়েও ছিল, কিন্তু দেশের অস্বাভাবিক গরমের কারণে আপাতত ওই কর্মসূচি স্থগিত করা হয়েছে। সম্প্রতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এক যৌথ বৈঠকে কর্মসূচি স্থগিতের এ সিদ্ধান্ত নেওয়া হয়। সমাবেশের পরবর্তী তারিখ চূড়ান্ত হলে জানানো হবে দেশবাসীকে। বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, তীব্র তাপপ্রবাহের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান প্রকাশ্যে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। তিনি গত ১৯ এপ্রিল ঢাকার এক অনুষ্ঠানে এমন ঘোষণা দেন। আমীরে জামায়াত বলেন, আল্লাহর দীন বিজয়ের জন্য ....বিস্তারিত

মালদ্বীপের সংসদ নির্বাচনে মুইজ্জুর দলের নিরঙ্কুশ জয় ভারতের প্রতি কী বার্তা দিচ্ছে

এএফপি, মালে : মালদ্বীপে চীনের বিনিয়োগের ঘোর সমর্থক প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর দল সংসদ নির্বাচনে ভালো ফল করবে কিনা, তা নিয়ে ব্যাপক সংশয় ছিল। মালদ্বীপের দীর্ঘদিনের মিত্র ভারতের বিরোধিতা করে তার অবস্থান কিছুটা নড়বড়ে বলেও আলোচনা ছিল। তবে গত ২১ এপ্রিল রোববার অনুষ্ঠিত সংসদ নির্বাচনে মালদ্বীপের জনগণ তার ও তার দলের প্রতিই অকুণ্ঠ সমর্থন জানাল। নির্বাচনে তার দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল। এ বিজয়ের মাধ্যমে মুইজ্জু ভারতের প্রভাব-বলয় থেকে বেরিয়ে চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে জনগণের রায় পেয়ে গেলেন বলা যায়।
মুইজ্জুর ৪৫ বছরের পুরোনো দল পিপলস ন্যাশনাল কংগ্রস (পিএনসি) ভারতপন্থী হিসেবে পরিচিত তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী দলকে বিপর্যস্ত করে দিয়ে ৯৩ আসনের সংসদে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। সর্বশেষ খবরে জানা গেল, মুইজ্জুর পিএনসি ৬৬ আসনে জয় পেয়েছে। সংসদ নির্বাচনে অভূতপূর্ব বিজয়ের পর প্রেসিডেন্ট মুইজ্জু তার প্রতিক্রিয়া জানাতে বেশি দেরি করেননি। গত ২২ এপ্রিল সোমবার রাতেই তিনি বলে দিয়েছেন, আন্তর্জাতিক সম্প্রদায় এখন বুঝতে পারবে, মালদ্বীপের মানুষ কার পক্ষে দাঁড়িয়েছে।
সমর্থকদের উদ্দেশে মুইজ্জু বলেন, মালদ্বীপের মানুষ বিদেশি শক্তির প্রভাব থেকে মুক্ত থাকতে চায়। মালদ্বীপ রাষ্ট্র কীভাবে চলবে, সেটা এ দেশের মানুষই ঠিক করবে।
প্রেসিডেন্টর পরিষ্কার বার্তা, ‘মালদ্বীপের বাইরে প্রত্যেকের কাছে, ....বিস্তারিত

বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি

স্টাফ রিপোর্টার : পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সম্পদ নিয়ে অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিন সদস্যের একটি কমিটি কাজ শুরু করেছে। গত ২২ এপ্রিল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থার সচিব খোরশেদা ইয়াসমীন এ তথ্য জানিয়েছেন। বেনজীর আহমেদের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধান কমিটির সদস্যরা হলেনÑ উপপরিচালক হাফিজুল ইসলাম, সহকারী পরিচালক নিয়ামুল হাসান গাজী ও জয়নাল আবেদীন।   
খোরশেদা ইয়াসমীন বলেন, গত ১৮ এপ্রিল দুদকে একটি সভা হয়। সেখানে গণমাধ্যমে প্রকাশিত তথ্য বিবেচনায় নিয়ে সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। দুদক আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনুসন্ধান শেষ করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে বেনজীর আহমেদের সম্পদের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সালাহ উদ্দিন রিগ্যান। রিটে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। আইনজীবী মো. সালাহ উদ্দিন বলেন, পুলিশের সাবেক আইজিপি বেনজীরকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে অনুসন্ধান চেয়ে গত ৪ এপ্রিল দুদকের কাছে আবেদন করা হয়। এতে ফল না পেয়ে এ বিষয়ে ব্যবস্থা নিতে ১৮ এপ্রিল দুদক বরাবর আইনি নোটিশ পাঠানো হয়। এরও ....বিস্তারিত

পিপাসার্ত পথিকদের মাঝে এডভোকেট ড. হেলাল উদ্দিনের পানি ও স্যালাইন বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পল্টন দক্ষিণ থানার উদ্যোগে গত ২১ এপ্রিল রোববার চলমান দাবদাহে পিপাসার্ত পথিকদের মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সুপেয় পানির বোতল ও স্যালাইন বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও পল্টন দক্ষিণ থানা আমীর শাহীন আহমদ খান, থানা কর্মপরিষদ সদস্য আফম ইউসুফ, মো. জিয়া উদ্দিন, আল আমিন রাসেল, শরীয়ত উল্লাহ, মোস্তফা কামাল, মাওলানা রুহুল আমিন, মুহাম্মদ আলী টিপুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পানি বিতরণের সময় এডভোকেট ড. হেলাল উদিন বলেন, আমরা ঢাকাবাসীসহ সমগ্র দেশবাসী আজ প্রচণ্ড গরম তাপদাহের মধ্যে অবস্থান করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিজগতের একক নিয়ন্ত্রক। তিনি যখন ইচ্ছা গরম ও ঠাণ্ডা আবহাওয়া দেওয়ার সক্ষমতা রাখেন। সকল পরিবেশ-পরিস্থিতিই আল্লাহর পক্ষ হয়ে নির্ধারিত করা হয়। কখনো কখনো মানুষের কৃতকর্মের ফলেও গজব হিসেবে এ ধরনের আবহাওয়া তৈরি হয়ে থাকে, হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। এজন্য আমাদের আল্লাহর দেওয়া বিধান পালনে সচেষ্ট হতে হবে। এ প্রচণ্ড গরমে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। হাসপাতালগুলোয় অসুস্থ রোগীদের ভিড় ব্যাপক আকার ধারণ করেছে। আমরা দোয়া করছি- আল্লাহ রাব্বুল আলামিন যেন বৃষ্টির মাধ্যমে সমগ্র ....বিস্তারিত

আল্লামা ইকবাল ছিলেন মুসলিম মিল্লাতের ঐক্যের দিশারী

পরাধীনতার শিকলে বেষ্টিত মুসলিম জাতির আত্মক্রন্দন মহাকবি আল্লামা ইকবালকে প্রতিনিয়ত ব্যাকুল করে তুলত। আত্মমর্যাদা ভূলুণ্ঠিত, হতাশাপীড়িত, দুর্দশাগ্রস্ত মুসলমানদের করুণ চিত্র বরাবরই ইকবালের চোখকে করেছে অশ্রুসিক্ত। তার শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ, হৃদয়ের প্রতিটি তন্ত্রী প্রতিবাদে বিদ্ধ হতো। যার পরিপ্রেক্ষিতে তিনি মজলুম মানুষের মুক্তির মঞ্জিলে পৌঁছানোর দিশা বাতলাতে আমৃত্যু নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখেন। মহাগ্রন্থ আল কুরআনের বিশাল আঙিনা ছিল তার কবিতার চারণভূমি। মুসলমানদের হারানো গৌরব পুনরুদ্ধারের যে আওয়াজ আল্লামা ইকবাল তুলেছিলেন, সে আওয়াজের ধ্বনি-প্রতিধ্বনি আজো প্রাচ্য-প্রতীচ্যে কল্লোলিত হয়। তিনি ছিলেন মুসলিম মিল্লাতের দিশারী। আজ সমগ্র বিশ্বে উদ্ভূত পরিস্থিতিতে মুসলিম মিল্লাতের ঐক্যই সময়ের দাবি। মহাকবি আল্লামা ইকবালের ৮৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
ঢাকাস্থ আল্লামা ইকবাল সংসদ গত ২১ এপ্রিল রোববার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সেমিনারের আয়োজন করে। কবি আল মুজাহিদীর সভাপতিত্বে সেমিনারে ‘ইকবাল দর্শনে ঐক্য ও সংহতি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ তোশারফ আলী। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বিজ্ঞানী প্রফেসর ড. শমশের আলী। আলোচনায় অংশ নেন কবি মাওলানা রুহুল আমিন খান, ড. ....বিস্তারিত

রাজধানীতে তৃষ্ণার্তদের মাঝে শিবিরের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

রাজধানীতে চলমান তীব্র গরমে পিপাসার্ত মানুষের মাঝে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখা। গত মঙ্গলবার (২৩ এপ্রিল) রাজধানীর পল্টন এলাকার শান্তিনগর থেকে কাকরাইল পর্যন্ত বিভিন্ন স্পটে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন দক্ষিণ থানা আমীর শাহিন আহমেদ খান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর পূর্ব শাখা সভাপতি তাকরীম হাসান। এ সময় উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি জাফর সাদিকসহ মহানগর ও থানার বিভিন্ন পর্যায়ের নেতারা।
পানি বিতরণের সময় শাহিন আহমেদ খান বলেন, বর্তমানে জলবায়ুর পরিবর্তনে আমরা অনেক কষ্টকর সময় পার করছি। অসহনীয় গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা! অতিষ্ঠ জনজীবন। এমন একটি সময়ে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্বের এমন সময়োপযোগী উদ্যোগকে আমরা স্বাগত জানাই। সাথে সাথে দেশের স্বাবলম্বী সকল মানুষকে এ সময়ে গণমানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। এগুলো শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিবর্গের কাজ নয়। আমাদের সবার জায়গা থেকে সমাজের জন্য ভূমিকা পালন করা দরকার।
এ সময় মহানগর সভাপতি তাকরীম হাসান বলেন, অসহ্য গরমে যখন জনজীবন বিপর্যস্ত। সেসময়ে আমরা আমাদের জায়গা থেকে গণমানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। অপরিকল্পিত নগরায়ণের মাধ্যমে ব্যাপক হারে বৃক্ষ নিধন করা হচ্ছে। এতে আমরা নিজেরাই ....বিস্তারিত

পিটিয়ে মানুষ হত্যার ঘটনায় জামায়াত সেক্রেটারি জেনারেলের উদ্বেগ্ন

ফরিদপুরে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে আগুনের ঘটনায় দুই সহোদর মুসলিম ভাইকে পিটিয়ে হত্যা ও অনেককে আহত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত রোববার (২১ এপ্রিল) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে নিন্দা জ্ঞাপন করেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের একটি মন্দিরে গত ১৮ এপ্রিল সন্ধ্যায় আগুন লাগার ঘটনার কোনো তদন্ত এবং প্রমাণ ছাড়াই দুই সহোদর মুসলিম ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। দেশে আইন-আদালত বিদ্যমান থাকাবস্থায় আইন হাতে তুলে নিয়ে পিটিয়ে মানুষ হত্যার এ ঘটনায় গোটা সভ্যসমাজ মর্মাহত, শঙ্কিত ও উদ্বিগ্ন! এ বর্বরতম ঘটনা আইয়্যামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে।
তিনি আরো বলেন, অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে কোনো ষড়যন্ত্রকারী যেন ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। আমরা নিহতদের রূহের মাগফিরাত, তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। প্রেস ....বিস্তারিত

উপজেলা নির্বাচন : বিরোধীদলগুলোর বর্জন

আ’লীগের সিদ্ধান্ত মানছেন না প্রার্থীরা

স্টাফ রিপোর্টার : এবার চার ধাপে দেশের নির্বাচনযোগ্য সব উপজেলা পরিষদের ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে তিন ধাপের বিস্তারিত তফসিলও ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী প্রথম ধাপে ভোট হবে ৮ মে, দ্বিতীয় ধাপে ২১ মে, তৃতীয় ধাপে ২৯ মে ও চতুর্থ ধাপের ভোটের বিস্তারিক তফসিল ঘোষিত না হলেও এ ধাপে ৫ জুন ভোটগ্রহণের চিন্তা করছে কমিশন। এবারের ভোটেও জাতীয় নির্বাচনের মতো আওয়ামী লীগ ছাড়া আর কেউ নেই মাঠে। দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা নিজেদের মতো করে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিএনপি-জামায়াতে ইসলামীসহ দেশের বিদ্যমান বিরোধীদলের নেতাকর্মীরা উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন না। কারণ বিরোধীদলগুলো শেখ হাসিনার অধীনে ভোটে অংশ নেবে না বলে আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিল। অন্যদিকে আওয়ামী লীগের মিত্র ১৪ দলীয় জোট শরিকদের কোনো প্রার্থী আছে বলে জানা যায়নি। ফলে এবারের উপজেলা পরিষদ নির্বাচনে কোনো উত্তাপ নেই।
এদিকে দলের মন্ত্রী ও এমপিদের পরিবারের সদস্য ও আত্ময়ীরা যাতে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় না থাকেন সেই লক্ষ্যে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যারা মনোনয়ন জমা দিয়েছিলেন, তাদের ফোন করে বলা হয়েছে নির্বাচনে প্রতিযোগিতা থেকে সরে আসতে। কিন্তু আওয়ামী লীগের এমন সিদ্ধান্তকে পাত্তাই দেননি মন্ত্রী-এমপি এবং তাদের স্বজনরা। তারা ....বিস্তারিত

লন্ডনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আব্দুজ জাহের

ঈমান ও ইখলাসের সাথে কাজ অব্যাহত রাখতে হবে

জাকের চৌধুরী, লন্ডন থেকে: ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক চেয়ারম্যান ও ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাকালীন রাহাবর অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আব্দুজ জাহের বলেছেন, ইসলামী আন্দোলনের কর্মীদের দায়িত্ব হলো ঈমান ও ইখলাসের সাথে দীন প্রতিষ্ঠার কাজ অব্যাহত রাখা। আল-কুরআনের ভাষায় রাষ্ট্রক্ষমতা প্রদানের ওয়াদা তখনই পূর্ণ হবে, যখন আমরা দায়িত্ব পালনে যথাযথ যোগ্যতা অর্জন করব।
গত ২২ এপ্রিল সোমবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রবাসী সাবেক নেতা-কর্মীদের নিয়ে পূর্ব লন্ডনের একটি মিলায়তনে ভ্রাতৃশিবিরের ঈদপুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 ব্যারিস্টার দিদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনীতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও লেখক অধ্যাপক মফিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউকে ও ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বক্কর মোল্লা, মহাগ্রন্থ আল কুরআন থেকে দারসুল কুরআন পেশ করেন যুক্তরাজ্যের জনপ্রিয় ইসলামী আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব মুহতারাম মাওলানা আবদুস সালাম আজাদী।
অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আব্দুজ জাহের দীর্ঘ বক্তৃতায় সকলকে ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন সোনালি অতীতে।
অধ্যাপক মফিজুর রহমান পাশ্চাত্যের এ বিরূপ পরিবেশে থেকে কীভাবে নিজের ও পরবর্তী প্রজন্মের ঈমান হেফাজত রাখা ....বিস্তারিত

ওবায়দুল কাদেরের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

গত ২০ এপ্রিল আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ‘জামায়াত নিবন্ধিত দল নয়, তাই প্রকাশ্যে রাজনীতিতে আসার সুযোগ নেই’ মর্মে যে বেআইনি, অগণতান্ত্রিক ও অসাংবিধানিক বক্তব্য প্রদান করেছেন, তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিবৃতি দিয়েছেন। গত ২১ এপ্রিল রোববার দেয়া বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে ওবায়দুল কাদেরের বক্তব্য বেআইনি, অগণতান্ত্রিক ও অসাংবিধানিক। আমি তার এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনৈতিক দল। প্রহসনের নির্বাচন ব্যতীত অতীতে প্রত্যেকটি জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী অংশগ্রহণ করেছে এবং জাতীয় সংসদে জামায়াতের প্রতিনিধিত্ব ছিল। অতীতে উপজেলা নির্বাচনেও জামায়াতে ইসলামীর বিপুলসংখ্যক প্রতিনিধি নির্বাচিত হয়ে জনগণের সেবা করেছেন। একটি নির্বাচনমুখী দল হিসেবে জামায়াত নির্বাচনের মাধ্যমে জনগণের নেতৃত্ব পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জামায়াতে ইসলামীর অব্যাহত জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সরকারের মদদে জামায়াতের নিবন্ধন বাতিলের জন্য ....বিস্তারিত

প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলি জামায়াতের নিন্দা

ফরিদপুরের মধুখালীতে সমাবেশে পুলিশের গুলিবর্ষণে বহু লোক আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গত ২৩ এপ্রিল মঙ্গলবার নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘১৮ এপ্রিল সন্ধ্যায় ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামে একটি মন্দিরে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে কোনো তদন্ত-প্রমাণ ছাড়াই দুই সহোদর মুসলিম ভাইকে পিটিয়ে হত্যা করা হয়। এ নির্মম ও বর্বরোচিত ঘটনার প্রতিবাদে ২৩ এপ্রিল মঙ্গলবার ফরিদপুরের মধুখালী উপজেলায় শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করা হয়। সম্পূর্ণ বিনা উসকানিতে পুলিশ এ শান্তিপূর্ণ সমাবেশের ওপর গুলি বর্ষণ করে। পুলিশের গুলিতে বহু লোক আহত হন। পুলিশের এ হামলা অত্যন্ত ন্যক্কারজনক, অমানবিক ও বর্বরোচিত। আমরা সমাবেশের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, ১৮ এপ্রিল যারা নিহত হয়েছেন, আমি তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং নিহত ও আহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মধুখালীতে সংঘটিত ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করার এবং নিহত ও আহতদের পরিবারকে উপযুক্ত আর্থিক ....বিস্তারিত

ফরিদপুরের হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ছাত্রশিবিরের

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, সম্প্রতি ফরিদপুরে প্রতিমা পোড়ানোর অভিযোগে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সুনির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়াই শুধুমাত্র সন্দেহের বশে এমন নারকীয় ঘটনা বিশ্ববিবেককে নাড়া দিয়েছে। আমরা এহেন নারকীয় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গত সোমবার (২২ এপ্রিল) বিকেলে রাজধানীর এক মিলনায়তনে ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর সভাপতি আহমদ আবিরের সভাপতিত্বে ও সেক্রেটারি হেলাল উদ্দিনের সঞ্চালনায় মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
মঞ্জুরুল ইসলাম বলেন, ৯০ ভাগ মুসলমানের দেশে এভাবে দুজন মুসলিম ব্যক্তিকে পিটিয়ে হত্যা খুবই দুঃখজনক। এটা স্পষ্টত সাম্প্রদায়িক উসকানির শামিল। কোনো অপরাধ কেউ যদি করেও থাকে, তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে। কিন্তু শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে আইন নিজের হাতে তুলে নিয়ে দুজন মানুষকে পিটিয়ে হত্যা করা দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল। অপরাধের সাথে যখন বিশেষ কোনো ধর্মের মানুষ জড়িত থাকে, তখন এর পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করার যথেষ্ট সুযোগ আছে। ঘটনার প্রকাশ পাওয়া ....বিস্তারিত

আল ইমাম ইসলামিক সেন্টারের সেলাই মেশিন বিতরণ

মির্জাপুর সংবাদদাতা: মির্জাপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব ড. মুফতি সালাহ্ উদ্দীন আশরাফী বলেন, আত্মকর্মসংস্থান বাস্তবায়নে আল ইমাম ইসলামিক সেন্টার যে পদক্ষেপ গ্রহণ করেছে, সেটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কর্তৃক কুরআনের বিধান। কুরআনের এ বিধানকে নামাজের মতো গুরুত্ব দিয়ে যদি সমাজের মুসলমানরা বাস্তবায়ন করে, তাহলে শুধু মির্জাপুর নয় সারা দেশ হবে দারিদ্র্যমুক্ত এ লক্ষ্যে ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ যাকাতের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করে আল ইমাম ইসলামিক সেন্টার কর্তৃক এ ধারা অব্যাহত থাকলে, মির্জাপুরকে দারিদ্র্যমুক্ত একটি মডেল উপজেলা উপস্থাপন করা যাবে, ইনশাআল্লাহ। যাকাতের সুষ্ঠু বণ্টন সমাজে না থাকার কারণে যাকাত বণ্টনের মাধ্যমে দরিদ্র্য জনগোষ্ঠী উপকৃত হচ্ছে না। তিনি সম্প্রতি টাঙ্গাইল জেলার মির্জাপুরের আল ইমাম ইসলামিক সেন্টারের পক্ষ থেকে সেলাই মেশিন বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন। কর্মসূচির উদ্বোধন করেন আদর্শ শিক্ষক পরিষদ সভাপতি প্রিন্সিপাল আব্দুল্লাহ তালুকদার। তারা আশা প্রকাশ করেন, সুষ্ঠু বণ্টনের অঙ্গীকার ব্যক্ত করে আল ইমাম ইসলামিক সেন্টার যে ধারা শুরু করেছে, সেটা যদি আগামী দিনে অব্যাহত রাখে, তাহলে সমাজ থেকে দারিদ্র্যকে মুছে দেওয়া ....বিস্তারিত

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Pars Today
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

এটিএম সিরাজুল হক কর্তৃক হক প্রিন্টার্স ১০/৮ আরামবাগ, ঢাকা-১০০০ হতে মুদ্রিত ও প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭।

ফোন: ৮৮ ০২ ৪৮৩১৯০৬৫, ই-মেইল: sonarbanglaweekly@gmail.com, weeklysonarbangla@yahoo.com, সার্কুলেশন: ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন: ৪৮৩১৫৫৭১, ০১৯১৬৮৬৯১৬৮, ০১৭৩৪০৩৬৮৪৬।